ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গীত শিল্পী জেনি ও ব্ল্যাকপিংকের সদস্যরা

আপডেট: April 24, 2025 |
boishakhinews 55
print news

একক গান ‘লাইক জেনি’। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই তারকা কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গেয়েছেন। আর সেখানে থেকে ফিরেই এই সুখবর পেয়েছেন তিনি।

৭ মার্চ জেনির ‘রুবি’ অ্যালবামের গানটি প্রকাশিত হয়েছে। প্রকাশের পরে গানটি তালিকার ৮৩তম স্থানে আসে। ‘লাইক জেনি’ গানটি ‘বিলবোর্ড ২০০’ তালিকায়ও ছিল।

জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায়, পড়াশোনা করেছেন নিউজিল্যান্ডে। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফেরেন। ২০১৬ সালে ব্ল্যাকপিংকে নাম লেখান।সাত বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গানের বাইরে অভিনয়ও করেন তিনি।

২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা করে চার সদস্যের ব্ল্যাকপিংক। বর্তমানে ব্ল্যাকপিংক সদস্যরা বিরতিতে রয়েছেন। প্রায় এক বছর পাঁচ মাসের বিরতি ভেঙে শিগগিরই ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে ব্যান্ডটি।

এই ব্যান্ডটি বহুভাষী পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন ভাষার নানা বয়সের ভক্তদের সঙ্গে যুক্ত হতে পেরেছে। জিসু, জেনি, রোজ আর লিসার দুর্দান্ত কণ্ঠ আর আকর্ষণীয় মঞ্চ উপস্থিতি অগণিত ভক্তকে টেনেছে ব্ল্যাকপিংকের সুরের মোহনায়।

Share Now

এই বিভাগের আরও খবর