গুজরাটে ক‌থিত “বাংলাদেশিদের এলাকায়” ঘর ভাঙা শুরু

আপডেট: April 29, 2025 |
inbound8162914926091737076
print news

ভারতের গুজরাতের আহমেদাবাদের যে অঞ্চলে প্রচুর সংখ্যক ‘বাংলাদেশি’ থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে বেআইনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করেছে প্রশাসন।

শনিবার ভোর রাত থেকে গুজরাত জুড়েই শুরু হয়েছিল ‘অবৈধ বাংলাদেশি’দের খোঁজে তল্লাশি। সোমবার রাত পর্যন্ত ওই অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

তাদের মধ্যে অবশ্য মাত্র ৪৫০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাতে থাকছিলেন, জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহা-নির্দেশক বিকাশ সহায়।

এরপরেই আহমেদাবাদের যে অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়ি-ঘর ভাঙা শুরু হলো।

পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “সিয়াসতনগর বাঙাল ভাস’ নামের একটি এলাকার অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়ে দেখেছিল যে অনেক বেআইনি নির্মাণ আছে সেখানে।

মঙ্গলবার সকাল থেকে ৫০টি বুলডোজার এবং প্রায় দুই হাজার পুলিশ কর্মীকে ওই ঘর ভাঙার কাজে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শরদ সিংহল।

ভোররাতের অপারেশন শুরুর আগে থেকেই অবশ্য স্থানীয় মানুষদের বাড়িঘর খালি করে চলে যেতে দেখেছেন ঘটনাস্থলে রাত থেকেই হাজির বিবিসির সংবাদদাতারা। সূত্র: বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর