রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আপডেট: May 4, 2025 |
inbound3523156478284149578
print news

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানি পশুর হাট বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ রোববার রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারি আইনজীবী ইউনূস আলী আকন্দ।

এই আইনজীবী বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আফতাবনগর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করি।

এই রিটে বলা হয়, আফতাবনগর একটি আবাসিক এলাকা এবং সেখানে পশুর হাট বসানো জনস্বার্থের পরিপন্থী।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি ও দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ নয়জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

এই রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি বিষয়টি নিয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এর আগেও হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

Share Now

এই বিভাগের আরও খবর