সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট: May 5, 2025 |
inbound6278247506729342698
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ ফেসবুকে একটি প্রচলিত বাউল গানের কলি লেখে মোবাইলে পোস্ট করার জেরে গ্রেফতারকৃত সাংবাদিক আঃ ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিনের প্রত্যাহারের দাবিতে বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৫ মে (সোমবার) দুপুর ১টার দিকে বগুড়া শহরের কেন্দ্রীয় জিরো পয়েন্ট সাতমাথা মোড়ে “বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন” এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা।

সমাবেশ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ওয়াহেদ ফকিরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

গত শনিবার (৪ মে) রাতে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে ওয়াহেদ ফকিরের আটক করে বগুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযোগ, তিনি ফেসবুকে বাউল গানে কলি লেখ পোস্ট দিয়েছেন। এতে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে।

যদিও ওয়াহেদ ফকির দাবি করেছেন , তার পোস্টটি একটি প্রচলিত বাউল গানের কলি এবং কোনোভাবেই ধর্মীয় অবমাননা উদ্দেশ্যে লেখা হয়নি।

তিনি আরও বলেন,আমি ধর্ম নিয়ে কিছুই লিখিনি।একটি মহল আমার পেছনে লেগেই আছে।তারা বহুদিন ধরেই ষড়যন্ত্র করছে।

এবার তাদের চেষ্টা সফল হয়েছে। জানা গেছে, আটক হওয়ার প্রায় ২৪ ঘন্টা পর শাজাহানপুর উপজেলার এক সাধারণ হিন্দু ব্যক্তি পলাশ কুমার মহন্ত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এর আগে ধর্মীয় সম্প্রদায়ের নেতারা মামলা করার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

সোমবার সকালে বগুড়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওয়াহেদ ফকিরের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।এরপরই বিক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকরা।

inbound45531076815201949

সাংবাদিকরা অভিযোগ করেন,কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছাড়াই একজন সাংবাদিককে গ্রেফতার করে ওসি এসএম মঈনুদ্দিন আইন অমান্য করেছেন এবং,ফ্যাসুবাদী আচারণ করেছেন।

সাংবাদিক প্রতীক ওমর এর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, রেজাউল হাসান রানু,মহসিন আলী রাজু,মীর সাজ্জাদ আলী সন্তোষ, এফ শাহজাহান,সৈয়দ ফজলে রাব্বী ডলার,মমিনুর রশীদ সাইন,আবুল কালাম আজাদ, মাহফুজ মন্ডল, ইনছান আলী,রেজাউল হক বাবু এবং তানভীর আলম রিমনসহ প্রমূখ।

তারা বলেন, ওয়াহেদ ফকির নিয়মিতভাবে পুলিশের অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখে আসাছিলেন।এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে।

বক্তারা অবিলম্বে তার মুক্তি ও দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর