রবীন্দ্রনাথের অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য: তারেক রহমান

আপডেট: May 8, 2025 |
inbound1661380223806214382
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য।

তিনি বলেন, তার রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত। বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত এই বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তি একাধারে ঔপন্যাসিক, কবি, সংগীতস্রষ্টা, কণ্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক হিসেবে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তিনি বলেন, তার অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ ও সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে। তার রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিতে চিরাচরিত ধারার বাইরে স্বাতন্ত্র্যবোধের পরিচয় সুস্পষ্ট। ধর্ম-লোকাচার, রাজনীতি ও সমাজচিন্তা এবং বিশ্বভাবনায় এই স্বাতন্ত্র্যবোধ তার সাহিত্য-সংস্কৃতির পরিমণ্ডলে বাংলা ভাষাভাষী মানুষের মানসগঠনে নতুন মাত্রা যুক্ত করেছে।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ একদিকে যেমন মানুষের মূঢ়তা ও স্থবিরতার বিপন্ন ছবি উপস্থাপন করেছেন, অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর অচলায়তন ভেঙে বিশ্বের অগ্রসর জাতির কীর্তিময় অর্জন গ্রহণের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে বাংলা ভাষাভাষীদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে সুর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় রূপ দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর