সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন রাকিব

আপডেট: May 11, 2025 |
imgonline com ua twotoone xjH9OmLhqIorxFy 1
print news

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী মো: রাকিব শিকদার।

শনিবার ১০ মে রাজধানির হাতিরঝিল সংলগ্ন X Bite রেস্টুরেন্টে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট গণনা শেষে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ-সভাপতি দিনার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ রাকিব শিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।এ সময় সাব্বির হোসেনকে নতুন সভাপতি উল্লেখ করা হয়।

নির্বাচনে মোঃ রাকিব শিকদার ৬৪ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে জয়লাভ করেন। সভাপতি সাব্বির হোসেন বিজয় পান ৭২ ভোট পেয়ে। অন্যদিকে প্রতিদ্বন্দীরা মো. দোবাইদুর রহমান পান ৪৪ ভোট ও সাইফুল ইসলাম মিরাজ ৫০ পায়।

বিজয়ী সাধারণ সম্পাদক রাকিব শিকদার তার জয়ে সকল শিক্ষার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রদলের মূল ও নীতি আদর্শ নিয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা কাজ করে যাবো। এই নির্বাচনের মাধ্যমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, যা আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করবে বলে আশা করা যাচ্ছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর