ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট: May 14, 2025 |
inbound3248780973593880566
print news

ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

বুধবার (১৪ মে) সকালে গ্রেপ্তারদেরকে ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে, সাম্য হত্যার প্রতিবাদ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল।

দাবি আদায়ে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ করেন তারা।

উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।

তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ছিলেন। ঘটনার পর মি. সাম্যের ভাই বাদি হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Share Now

এই বিভাগের আরও খবর