জাবির ১৫ নং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন ৩১ জুলাই

আপডেট: May 16, 2025 |
inbound6989748192264263639
print news

আমিনা হোসাইন বুশরা,জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৫ নং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৫ মে (বৃহস্পতিবার) রাত ৯ টায় ১৫ নং হলের প্রভোস্টের কক্ষে হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব শবনম ফেরদৌসি।

নির্বাচনের পোলিং অফিসার হিসেবে থাকছেন মোঃ শুভ হাওলাদার, আফিফ বিন মুস্তাকিম, সামসুন্নাহার খন্দকার ও তমা রানী সাহা।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ০১ জুলাই থেকে ০৩ জুলাই পর্যন্ত এবং জমা দেয়া যাবে ০১ জুলাই থেকে ০৭ জুলাই পর্যন্ত।

inbound3607218549317565117

এছাড়া খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ০৯ জুলাই, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ১১ জুলাই পর্যন্ত, আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা ১৩ জুলাই পর্যন্ত, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৫ জুলাই, নির্বাচনী প্রচারণা ১৬ থেকে ২৮ জুলাই এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা প্রকাশ ১৬ জুলাই। সবশেষে নির্বাচন, ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে ৩১ জুলাই।

তফসিল ঘোষণা শেষে রিটার্নিং অফিসার শবনম ফেরদৌসী বলেন, “আমরা আশা করছি, একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো।

inbound1403027954282952371

নির্বাচনের আচরণবিধি নির্বাচনে অংশগ্রহণে বিশেষ করে প্রার্থীদের জন্য জানা খুবই জরুরি। আশা করি সবাই গুরুত্ব সহকারে আচরণবিধি পড়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) একই দিনে অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর