বগুড়ায় ছাত্র আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় স্হানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাফিকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ।
বুধবার (২১মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা শহরের কানছগাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশের এই দল।
গ্রেফতারকৃত আব্দুল কাফি সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
আজ বৃহস্পতিবার সকালে এস তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান,চেয়ারম্যান আব্দুল কাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামী।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।