চার দিনের রিমান্ড শেষে ফের আদালতে মমতাজ

আপডেট: May 30, 2025 |
inbound684210003664526556
print news

চার দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছিল।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টা ৩০ মিনিটে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ এ হাজির করে পুলিশ।

২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থিত মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর স্থানীয় মজনু মোল্লা একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।

মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া জানান, সিংগাইর থানার মামলার রিমান্ড শেষে মমতাজকে আদালতে হাজির করা হয়।

পরবর্তীতে আরেকটি মামলায় নতুন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় তাকে হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর