ইচ্ছে করে ৯ কেজি ওজন বাড়ালেন ভাবনা

আপডেট: May 31, 2025 |
boishakhinews 103
print news

সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন শোবিজ অঙ্গনের তারকারা; বিশেষ করে চেহারা আর শরীর নিয়ে তারা সচেতন থাকেন। তবে এবার স্রোতের বিপরীতে হাঁটলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যেখানে ওজন কমিয়ে নিজেকে ফিট রাখার চাপ, সেখানে তিনি উল্টো ৯ কেজি ওজন বাড়িয়েছেন— ইচ্ছে করেই!

হঠাৎ এই পরিবর্তনের পেছনে রয়েছে সিনেমার চরিত্র, আবেগ এবং ভিন্ন এক গল্প।

জানা গেছে, ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নামে একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ভাবনা। পরিচালনায় আসিফ ইসলাম। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন এক যাত্রাপালার নায়িকার ভূমিকায়। চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রয়োজন ছিল অন্য রকম এক শরীরী ভাষা, যার জন্য ওজন বাড়ানোকে জরুরি মনে করেছেন ভাবনা নিজেই।

তিনি বলেন, “আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না। ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। চরিত্রটি দর্শক মনে রাখবে।”

চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুরের গোবিন্দপুরে নির্মিত হয়েছে যাত্রার সেট। সেখানে দৃশ্যধারণ শেষ হয়েছে। ভাবনা ছাড়া ছবির বেশির ভাগ শিল্পীই ছিলেন প্রকৃত যাত্রাশিল্পী।

আসিফ ইসলাম জানান, তার শৈশব কেটেছে যাত্রাপালার মোহময় আলোয়। একসময় নিয়মিত যাত্রা দেখতেন গ্রামে। সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে ছবির গল্প।

তিনি বলেন,“২০১৮ সালে দীর্ঘদিন পর আবার যাত্রা দেখার সুযোগ হয়। সেই যাত্রায় দর্শক এসেছিল মূলত নাচ দেখতে, গল্প নয়। কেউ শুনতে চায়নি সিরাজউদ্দৌলার কথা, তারা চেয়েছে ‘প্রিন্সেস’-এর আবেদনময়ী নাচ। সেদিন মঞ্চে একজন নৃত্যশিল্পীকে দেখে আমি বুঝে যাই, সময় কতটা বদলে গেছে।”

তার সেই বিস্ময়, অভিজ্ঞতা ও আক্ষেপ থেকেই জন্ম নিয়েছে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর ভাবনা যেন হয়ে উঠেছেন সেই বদলে যাওয়া সময়ের এক জীবন্ত প্রতিচ্ছবি।

ওজন বাড়িয়ে, নিজেকে ভেঙে, ভাবনা চেষ্টা করেছেন এমন একটি চরিত্র গড়ে তুলতে যা বাস্তব, প্রাণবন্ত এবং দর্শকের মনে থেকে যাবে অনেকদিন।

Share Now

এই বিভাগের আরও খবর