এই বাজেট বৈষম্য বাড়াবে : সিপিডি


বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট বৈষম্য বাড়ানোর পথ তৈরি করে দিয়েছে বলে পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তার ৭ কোটি ৯০ লাখ টাকার বাজেটের তিন চতুর্থাংশ রাজস্ব হিসেবে আহরণের যে পরিকল্পনা করেছেন, সেই লক্ষ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার পর পলিসি ডায়লগ (সিপিডি)।
সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, “সব সময় রাজস্ব আদায় একই ধারায় রয়েছে। এবারও উচ্চ আকাঙ্ক্ষার রাজস্ব আহরণ বাজেটের বড় চিন্তার বিষয়। গত ১০ বছর ধরেই আমরা দেখছি, লক্ষ্যমাত্রা পূরণ হয় না।”
বাজেটের পরদিন মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানায় সিপিডি।