খুলনায় রাতেই শহর হবে বর্জ্যমুক্ত

আপডেট: June 7, 2025 |
boishakhinews24.net 21
print news

ঈদের দিন থেকেই খুলনা মহানগরীতে শুরু হয়েছে বর্জ্য অপসারণ অভিযান। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্বে পরিচালনা করছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। শনিবার (৭ জুন) দুপুর ১২টা থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে শুরু হয় বর্জ্য অপসারণ।

প্রথম ধাপে ছোট ভ্যানে করে বাসাবাড়ি ও কোরবানির স্থান থেকে বর্জ্য সরিয়ে নেয়া হয় এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) পয়েন্টে। এরপর দুপুর ২টা থেকে দ্বিতীয় ধাপে শুরু হয় মূল অপসারণ কার্যক্রম। ১১০টি এসটিএস পয়েন্ট থেকে ৮০টি বড় ট্রাকে করে এসব বর্জ্য পাঠানো হচ্ছে ডাম্পিং স্টেশনে।

পুরো অভিযানে অংশ নিচ্ছেন ৮৫০ জন পরিচ্ছন্নতাকর্মী। কেসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা আনিসুর রহমান জানান, “আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। আশা করছি রাত ৮টার মধ্যে পুরো নগরী বর্জ্যমুক্ত হবে।”

বর্জ্য সরানোর পাশাপাশি দুর্গন্ধ ও সংক্রমণ ঠেকাতে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার ও স্যাভলন মিশ্রিত পানি। নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে এবং পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তার আহ্বান জানিয়েছে কেসিসি। অবহেলা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

প্রায় ৪ লাখ পরিবার অধ্যুষিত খুলনায় প্রতি ঈদেই বর্জ্য বাড়ে কয়েকগুণ। এ কারণেই বাড়তি প্রস্তুতি ও দ্রুততার সঙ্গে কাজ করছে সিটি করপোরেশন, বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর