স্ট্রিট ফুড বিক্রি করছেন আমির খান

আপডেট: June 10, 2025 |
boishakhinews24.net 104
print news

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সবসময় অভিনয়ে নতুন দিক খুঁজে বের করেন। তবে এবার নতুন কোনো সিনেমার প্রচারের ভিন্ন ধরনের কৌশল নজর কাড়ছে। ২০ জুন মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। কিন্তু সিনেমার মুক্তির আগের দিন তাকে দেখা গেল মুম্বাইয়ের রাস্তায় স্ট্রিট ফুড বিক্রি করতে।

একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে আমির খান স্থানীয় এক স্ট্রিট ফুড বিক্রেতার সঙ্গে মিলে সুস্বাদু বড়া পাভ তৈরি করছেন। উৎসুক জনতার ভীড়ের মাঝে তিনি রঙিন চেহারায় খোলামেলা হাসি নিয়ে ফুড ট্রাকে কাজ করছেন।

নেটিজেনরা এ দৃশ্য দেখে নানা মন্তব্য করছেন। কেউ বলছেন, ‘এতগুলো সিনেমা পরপর ফ্লপ করায় পেশা বদলে ফেললেন আমির!’ আবার কেউ তার প্রচারের অভিনব কৌশলকে প্রশংসা করছেন। এক ভক্ত লিখেছেন, “আমির খানের প্রচারের কৌশলকে কেউ হারাতে পারবে না,” অন্য এক জন বলেছেন, “সিনেমা মুক্তির আগে এমন কিছু করতে হয়।”

‘সিতারে জমিন পার’ সিনেমায় আমির খান অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন। এটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। সিনেমাটিতে alongside জেনেলিয়া ডিসুজা এবং ১০ জন নতুন মুখ রয়েছেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

২০০৭ সালে ‘তারে জমিন পার’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে আমির খানের। বক্স অফিসে দারুণ সাফল্যের পর এবার ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন এই কিংবদন্তি।

Share Now

এই বিভাগের আরও খবর