ডিআইইউ হলে শৃঙ্খলা রক্ষায় টাস্কফোর্স কমিটি গঠন

আপডেট: June 14, 2025 |
inbound3603086364154956079
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আবাসিক হলসমূহে মাদক ও অনিয়ম বিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়টির যুগ্ম-রেজিস্ট্রার ও উপাচার্যের একান্ত সচিব সৈয়দ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টাস্কফোর্স কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। সদস্য হিসেবে রয়েছেন সকল হাউজ টিউটর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান মো. তাহজীব-উল-ইসলাম।

এছাড়াও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন।

কমিটির দায়িত্ব ও কার্যক্রম:

১. বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের সার্বক্ষণিক তদারকি করা।

২. মাদক ও অনিয়ম সংক্রান্ত ব্যাপারে জিরোটলারেন্স নীতি গ্রহণ।

৩. ছাত্র/ছাত্রীদেরকে হলের নিয়মকানুন ও আইন যথাযথভাবে পালনে উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ হতে বিরত রাখা।

৪. আবাসিক ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা।

৫. আবাসিক ছাত্র/ছাত্রীদের মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে তদারকি করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই টাস্কফোর্স কমিটি আবাসিক পরিবেশে শৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর