সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান হবে: পরিবেশ ও বন উপদেষ্টা উপদেষ্টা

আপডেট: June 17, 2025 |
inbound4630145249547862831
print news

সুন্দরবন রক্ষায় একটি কনক্রিট অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার (১৭ জুন) পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (SEA) বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘‘সুন্দরবন আমাদের একটাই। সবাই মিলে সুন্দরবনকে বাঁচাতে হবে।’’

তিনি বলেন, সুন্দরবনের কোনো ঝুঁকি চিহ্নিত হলে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর তা দ্রুত উত্থাপন করবে এবং সংশ্লিষ্ট বিভাগসমূহ বাস্তবায়নে পদক্ষেপ নেবে। সুন্দরবন রক্ষায় একটি কার্যকর কোঅর্ডিনেশন মেকানিজম গঠনের ওপরও তিনি গুরুত্ব দেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট ফ্যাক্টরিগুলোর পরিবেশগত প্রভাব মনিটরিং করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন উপদেষ্টা। পাশাপাশি, কী কী কাজ জরুরি ভিত্তিতে করা যায়, তা নির্ধারণে একটি সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান তৈরির আহ্বান জানান তিনি।

সুন্দরবন সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ‘বটম-আপ প্রসেস’ বাস্তবায়নের কথা বলেন তিনি। ‘‘অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগের দক্ষতা বাড়াতে হবে’’, বলেন উপদেষ্টা।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচি ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী এবং সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান।

এর আগে উপদেষ্টা বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সভায়ও সভাপতিত্ব করেন।

Share Now

এই বিভাগের আরও খবর