গলে শান্ত-মুশফিকের সেঞ্চুরি

আপডেট: June 17, 2025 |
inbound1435612568879256806
print news

গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে পড়েছিল দল, তখন মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এরপর দিনের বাকিটা সময় যেন ছিল কেবল এই দুই ব্যাটারের গল্প।

শান্ত ও মুশফিক গড়েন ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি, যা বাংলাদেশকে প্রথম দিন শেষে নিয়ে যায় ৩ উইকেটে ২৯২ রানে।

নাজমুল হোসেন শান্ত ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন, এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। অন্যদিকে মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন প্রথম দিন, এটি তার টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।

এর আগে বাংলাদেশ ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম আউট হন মাত্র ১৪ রানে। এনামুল হক বিজয় কোনো রান না করেই বিদায় নেন, আর মুমিনুল হক ২৯ রান করে সাজঘরে ফেরেন।

তবে শান্ত ও মুশফিকের দৃঢ়তায় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩

(সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, নাজমুল ১৩৬*, মুশফিক ১০৫*; থারিন্দু ২/১২৪, আশিতা ১/৫১)।

(১ম দিন শেষে)

Share Now

এই বিভাগের আরও খবর