বগুড়ার সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম আটক

আপডেট: June 21, 2025 |
inbound6106026183281131630
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে সিয়াম হোসেন (২২) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

২০ জুন (শুক্রবার) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা শহরের সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

আটক সিয়াম হোসেন বগুড়া শহরের সেউজগাড়ী কলোনির এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত ৪টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন।

অভিযানে সময় সিয়াম পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা তাঁকে ঘিরে ফেলে।পরে কৌশলী পদক্ষেপে তাঁকে আটক করতে সক্ষম হন।

অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট ফাহাদ বলেন,সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী । এলাকায় সে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।

সিয়ামকে গ্রেফতারের পর আইনী প্রক্রিয়ার অংশ হিসাবে বগুড়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এ ধরনের তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর