নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার


ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকার একটি ভবন থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো—ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯) এবং দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন (৮)। তারা এক ভবনে ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করত।
পুলিশ জানায়, সন্ধ্যায় খেলার জন্য বাসা থেকে বের হয়ে পাশের নির্মাণাধীন ভবনে যায় শিশুরা। অসাবধানতাবশত তারা ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।