শেরপুরে বিএনপি’র সাবেক এমপি’র গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: July 3, 2025 |
inbound84091805717157459
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা-ভাঙচুরের মামলায় এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

০২জুলাই (বুধবার) রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ আল মোনায়েম শাজাহানপুর আরিয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামী ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন।

এর একপর্যায়ে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছিলে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে তার গাড়িবহরে হামলা চালায়।

হামলার সময় একাধিক হাতবোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এসময় ধারালো রামদা দিয়ে একটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

এছাড়াও বিএনপির নেতাকর্মীদেরকে বেধরক মারধর করে গুরুতর আহত করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়,সন্ত্রাসীরা ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।এঘটনায় ২০১৮ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় মামলা করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মঈনুদ্দিন বলেন,গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ আল মোনায়েমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানসছিল।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর