পাঁচ দিনের চীন সফরে জাবি উপাচার্য

আপডেট: July 6, 2025 |
inbound7068558039133698710
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচদিনের সফরে চীন গিয়েছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদলের সদস্য হিসেবে আজ তিনি চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

চীনা সরকারের আমন্ত্রণে এই সফরে প্রতিনিধি দলটি চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে।

সফরকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় ও সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এসব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে মতবিনিময় করবেন।

এসময় উপাচার্য ইউনান, হুবেই ও গুয়াংডং- এই তিনটি প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ, জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।

আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে উপাচার্য দেশে ফিরবেন।

Share Now

এই বিভাগের আরও খবর