লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২, হিজবুল্লাহর ৫ সদস্যসহ

আপডেট: July 16, 2025 |
inbound5729183213582927306
print news

লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৫ সদস্য রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, দেশটির একটি নিরাপত্তা সূত্রের বরাতে।

ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর শক্তি পুনর্গঠনের প্রচেষ্টা ঠেকাতে মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, বেকা উপত্যকার একটি প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার ছিল হামলার লক্ষ্যবস্তু।

এটি ছিল গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর ওই অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী হামলা। বেকা অঞ্চলের গভর্নর বশির খোদর জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন সিরীয় নাগরিকও রয়েছেন।

গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির আগের হামলায় গোষ্ঠীটির কয়েকজন শীর্ষ কমান্ডার এবং প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া হিজবুল্লাহর অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, “এই হামলার উদ্দেশ্য ছিল হিজবুল্লাহকে একটি স্পষ্ট বার্তা দেওয়া। তারা রাধওয়ান বাহিনীকে পুনর্গঠন করে ইসরায়েলের ওপর নতুন হামলার পরিকল্পনা করছিল।”

তিনি আরও বলেন, “পুনর্গঠনের চেষ্টা হলে ইসরায়েল সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে। পাশাপাশি এই হামলার মাধ্যমে লেবানন সরকারকেও সতর্ক করা হয়েছে—যুদ্ধবিরতি রক্ষার দায় তাদেরও রয়েছে।”

অন্যদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে একে লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ নতুন মাত্রা’ বলে উল্লেখ করেছে। তবে হামলায় তাদের সদস্যদের হতাহতের বিষয়ে কিছু জানায়নি গোষ্ঠীটি।

Share Now

এই বিভাগের আরও খবর