সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড

আপডেট: July 30, 2025 |
inbound7473162469141120421
print news

বিচারক হিসেবে ‘বিদ্বেষমূলকভাবে বেআইনি রায়’ দেওয়া এবং ‘জাল রায়’ তৈরির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় খায়রুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক এই প্রধান বিচারপতি ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান এবং ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন। ২০১১ সালের ১৭ মে অবসরে যান।

Share Now

এই বিভাগের আরও খবর