ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

আপডেট: August 7, 2025 |
inbound8600755916688709235
print news

ইউক্রেন যুদ্ধের অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই বৈঠক আগামী সপ্তাহেই হতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন তিনি।

বুধবার (৬ আগস্ট) মস্কোয় পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউজ জানিয়েছে, ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমাদের কিছু ভালো আলোচনা হয়েছে। আমরা যুদ্ধের শেষের পথে এগিয়ে যেতে পারি বলে মনে হচ্ছে। এখনো পথটা দীর্ঘ, কিন্তু একটি বৈঠক শিগগিরই হতে পারে।”

পুতিন-উইটকফ বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের জানিয়েছেন, তিনি প্রথমে পুতিনের সঙ্গে এবং পরে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে আগ্রহী। ইউরোপীয় এক সরকারি সূত্র কলটির বিষয়বস্তু নিশ্চিত করেছে।

সিএনএনকে দেওয়া বক্তব্যে হোয়াইট হাউজের দুই কর্মকর্তা জানান, পুতিন-উইটকফ বৈঠকে রুশ প্রেসিডেন্ট সরাসরি ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। ট্রাম্পের সহকারীরা ইতোমধ্যেই সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।

হোয়াইট হাউজ বলছে, এখনো নির্দিষ্ট স্থান চূড়ান্ত না হলেও কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। বৈঠকটি আগামী সপ্তাহেই কিংবা তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর