বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক আমিনুল গ্রেফতার

আপডেট: August 11, 2025 |
inbound3938053059840022583
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় চাকুসহ আমিনুল ইসলাম(৩৬) নামের এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

১০ আগস্ট (রোববার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বগুড়া সদর থানাধীন স্টাড়িয়াম ফাঁড়ি থানা পুলিশের একটি দল তাকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বগুড়া মহিলা ডিগ্রি কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক।

তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিুবর রহমানের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড়ের ওয়বদা এলাকা থকেে বার্মিজ চাকুসহ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ২০১৬ সালে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সব-ইন্সপেক্টর (এসআই) আজহার ঘটনার সত্যাতা নিশ্চিত করে আরও বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর