সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট: August 11, 2025 |
inbound655078607987993813
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শাহজাদপুর প্রেসক্লাব আয়োজিত এ প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে ও  প্রেসক্লাবের সিনিয়ার সহ সভাপতি রাসেল সরকারের  সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলআমিন হোসেন, সহ সভাপতি শফিউল হাসান চৌধিরী, যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, এসিয়ান টেলিভিশনের শাহজাদপুর  উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, সাংবাদিক আতাউর রহমান পিন্টু, সাংবাদিক আবুল কাসেম, সাংবাদিক বিমল কুমার কুন্ডু, সাংবাদিক কোরবান আলী লাভলু, সাংবাদিক জহুরুল ইসলাম প্রমূখ।

বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি।

সারা দেশে সাংবাদিকদের পেশা দায়িত্ব পালনকালে হামলা, মামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। সর্বশেষ ক’দিন  আগে প্রকাশ্যে দিবালকে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার করা হয় এই হত্যাকারিদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানান এবং বক্তারা , সাংবাদিক শুরক্ষা আইন প্রনয়নের জোড় দাবী জানান।

Share Now

এই বিভাগের আরও খবর