শহীদ সাজিদের শাহাদাতবার্ষিকীতে জবি শিবিরের আয়োজনে দোয়া ও কুরআন খতম


জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদ একরামুল হক সাজিদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবং তাঁর বাবার সুস্থতা কামনায় দোয়া ও কুরআন খতমের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) মাগরিবের নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাগরিবের নামাজ শেষে মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা সালাহ্ উদ্দিন “শাহাদাতের গুরুত্ব ও শহীদের মর্যাদা” বিষয়ে আলোচনা করেন।
পরে “শহীদদের সম্মান” বিষয়ে বক্তব্য দেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।