ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

আপডেট: August 16, 2025 |
inbound467175998180205046
print news

ডাক্তারদের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে? চিকিৎসকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের।

আপনারা ওষুধ কোম্পানির দালাল? এ দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদের?’

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল আরও বলেন, চিকিৎসকদের বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ ক্রমেই বাড়ছে। অনেক সময় ডাক্তাররা রোগীর কথা না শুনেই প্রেসক্রিপশন দেন, অপ্রয়োজনীয় পরীক্ষা দেন।

তিনি বলেন, ‘এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব। এখানে লোকজন খুব গরিব আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরিব রোগীদের ১৪-১৫টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান।’

এছাড়া, সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা করা বন্ধ করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করা সম্ভব নয়।’

স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষাপটে আসিফ নজরুলের বক্তব্য উপস্থিত চিকিৎসক ও অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রশ্ন সমাজে দীর্ঘদিন ধরে চলমান অসন্তোষ ও স্বাস্থ্যসেবায় আস্থার সংকটকে স্পষ্টভাবে প্রকাশ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর