লাস ভেগাসে দর্শকদের বোকা বানানোর চেষ্টা জাস্টিন বিবারের লুক-অ্যালাইকের

আপডেট: August 19, 2025 |
boishakhinews 40
print news

লাস ভেগাসের এক নাইট ক্লাবে জমিয়ে শো করছেন পপ তারকা জাস্টিন বিবার। কিন্তু হঠাৎই টের পাওয়া গেল তিনি আসলে বিবার নন। এক ব্যক্তি নিজেকে পপ তারকা দাবি করে ক্লাব ভর্তি দর্শককে রীতিমতো বোকা বানানোর চেষ্টা করলেন। ইতিমধ্যে সোশ্যালে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সেই নাইট ক্লাবের মঞ্চে উঠে বিবারের একের পর এক হিট গান গাইতে থাকেন। নিজের গানে মুগ্ধও করেন দর্শককে। কিন্তু উপস্থিত কেউই বুঝতে পারেননি যে মঞ্চের ভদ্রলোক আসল জাস্টিন নন।

জানা গেছে, সেই ব্যক্তির নাম ডিলান ডেসক্লোস।

তিনি ‘জাস্টিন বিবার লুক-অ্যালাইক’ বলে নিজের প্রচার করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় আপাতত তিনি ভাইরাল।
সূত্রের খবর, শনিবার উইন লাস ভেগাসে এই ঘটনা ঘটে। আয়োজকদের ওই ‘ছদ্মবেশি’ বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন যে তিনিই পপ তারকা।

যতক্ষণে ক্লাব কর্তারা বুঝতে পারেন যে ওই ব্যক্তি আদতে ‘নকল’, ততক্ষণে কয়েকটি গান গেয়েও ফেলেছেন তিনি।
ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘বেশ অনেকক্ষণ ধরে নানারকমের কৌশল চালানোর পর ওই ‘নকল’ জাস্টিন বিবারকে এক্সএস মঞ্চে প্রবেশাধিকার দেওয়া হয়। তবে, যে মুহূর্তে ভুল বোঝাবুঝি স্পষ্ট হয়, সঙ্গে সঙ্গে তাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রবেশের অনুমতি ছিনিয়ে নেওয়া হয়।’

যে ডিস্ক জকি সেই মুহূর্তে ক্লাবে অনুষ্ঠান করছিলেন, ভুল বুঝে তিনিই মঞ্চে ওই ব্যক্তিকে ডাকেন। এমনকী তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন সমাজমাধ্যমে।

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সাধারণ মানুষও তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। তবে ধরা পড়ার পর তাকে বের করে দেওয়া হয়েছে বলেই খবর। একইসঙ্গে তাকে পুরোপুরি ভাবে ওই নাইট ক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনায় আসল জাস্টিন বিবার এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই লস অ্যাঞ্জেলসে নিজের নতুন অ্যালবামের জন্য এক পার্টির আয়োজন করেছিলেন জাস্টিন। উপস্থিত ছিলেন হেইলি বিবার, জন মেয়ার, ম্যাডিসন বিয়ারসহ একাধিক তারকারা।

Share Now

এই বিভাগের আরও খবর