বগুড়ায় কৃষকলীগ ও ছাত্রলীগ সভাপতি দুই ভাই আটক

আপডেট: August 21, 2025 |
inbound8821822804905479176
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষকলীগ ও ছাত্রলীগের দুই সভাপতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ডাক্তার(৪৫) এবং একই উপজেলা ও ইউনিয়ন
ছাত্রলীগের সভাপতি এনামুল হক(৩০)।

তারা উভয়ই পাঁচকাতুলী গ্রামের মৃত শাজাহান মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর