জকসু নীতিমালা বাস্তবায়নের দাবিতে তালাবদ্ধ ভিসি ভবন


তানিয়া শবনম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা দ্রুত বাস্তবায়ন ও সম্পূরক শিক্ষাবৃত্তি নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তারা এ কর্মসূচির অংশ হিসেবে ‘নো ওয়ার্ক’ ঘোষণা করেন।
দিনের শুরুতে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে তারা স্লোগান দেন— “জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”; “বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”; “চলছে লড়াই চলবে, জবিয়ানরা লড়বে”; “ভিসি স্যার জানেন নাকি, আমরা এখানে বসে আছি” ইত্যাদি।
আন্দোলনকারীরা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনার পরও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা বিকেলে ভবনে তালা দেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বাগছাসের সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “এক বছর ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি। যমুনার সামনে থেকে আন্দোলন সরিয়েও কোনো সুফল পাইনি।
নীতিমালা প্রণয়ন, রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির স্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।”
একই দাবিতে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে অযথা আটকে রাখা হয়েছে।
প্রশাসনের নীরবতা ভাঙতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, “জকসুর বিষয়ে আমরা ছাত্রনেতাদের সব জানিয়েছি। তারপরও তারা কেন তালা দিলো বুঝতে পারছি না।”
উল্লেখ্য, গত ১৯ আগস্ট থেকে শিক্ষার্থীরা নীতিমালা অনুমোদন, রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির দাবিতে আন্দোলন শুরু করেন। ২১ আগস্টও তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।