স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট: August 28, 2025 |
inbound2958114617523892598
print news

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন দলের একটি নির্ভরযোগ্য সূত্র।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ম্যাডামকে আজ সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষ করে লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন বয়সজনিত রোগে আক্রান্ত তিনি।

এর আগে একাধিকবার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর