আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুর

আপডেট: August 31, 2025 |
inbound8292785680496844423
print news

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ে মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ ধরা পড়েছে। তিনি বর্তমানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন।

চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু এবং মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

চিকিৎসকদের তথ্যানুযায়ী, নুরুল হক নুর বর্তমানে স্বাভাবিকভাবে জ্ঞানপ্রাপ্ত এবং নড়াচড়া করতে পারছেন। তবে তার চোখ ও মুখমণ্ডলে ফোলাভাব রয়েছে এবং চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে।

এদিকে নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর