বগুড়ায় র‍্যাবের অভিযান মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী বন্যা গ্রেফতার

আপডেট: September 4, 2025 |
inbound394490647815445951
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামী মোছাঃ বন্যা বেগম (৩১) -কে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া।

০৩ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টার দিক গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল সদর থানার নামায গড় মক্কা মসজিদের ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে।

বিষয়টি র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিত নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৩ সেপ্টেম্বর বুধবার বিকাল আনুমানিক ১৫.২০ ঘটিকার সময় র‍্যাব-১২ সিপিএসসি,বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বগুড়া জেলা সদর থানার নামায গড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোছাঃ বন্যা বেগম অবস্থান করছেন।

উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার দিকে র‍্যাব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল উক্ত স্হানে অভিযান পরিচালনা করে মোছাঃ বন্যা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক মামলার পালাতক আসামী মোছাঃ বন্যা বেগম বগুড়া জেলা সদরের মালগ্রামের মোঃ সাজু কসাই এর কন্যা এবং মিরাজ মিয়ার স্ত্রী।

র‍্যাব-১২, বগুড়ার কোয়াড্রেন কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান,গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্হানে দীর্ঘদিন হতে আত্মগোপনে ছিলো।

বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামী মোছাঃ বন্যার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার জেলা সদর থানার হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর