রোববার থেকে পুরোদমে শুরু হবে চবির ক্লাস ও পরীক্ষা

আপডেট: September 5, 2025 |
inbound1208586353793829960
print news

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রামবাসী ও শিক্ষার্থীদের সংঘর্ষের পর এক সপ্তাহের বিরতি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার থেকে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে ক্লাস, পরীক্ষা এবং পরিবহন স্বাভাবিক নিয়মে চলবে।

সংঘাতের সূত্রপাত ঘটে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন এক ভবনের ভাড়াটিয়া ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার কারণে। শনিবার মধ্যরাতে শুরু হওয়া সংঘাত পরদিন রোববারও দফায় দফায় চলতে থাকে। এতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ দুই শতাধিক ব্যক্তি আহত হন।

সংঘাতের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতির অবনতি লক্ষ্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রম স্থগিত করে। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিভাগ বা ইনস্টিটিউট শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করলে পরীক্ষা নেওয়া যাবে।

পরিস্থিতির থমথমে প্রকৃতির কারণে বুধবার কয়েকটি বিভাগে ক্লাস চললেও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাগত ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর