বিজয় মিছিল না করার আহ্বান শিবির সভাপতির

আপডেট: September 10, 2025 |
inbound3466953905937195807
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খানের জয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো।’

জাহিদুল ইসলাম আরও জানান, এ জয় উদযাপন করতে তারা কোনো মিছিল করবে না। বরং মহান আল্লাহর কাছে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবে। তিনি বলেন, ‘এই বিজয় আল্লাহর দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব।’

পোস্টের শেষে শিবির সভাপতি লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার যাত্রা আমরা থামাব না। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হবে সবার জন্য।’

ডাকসুর এবারের নির্বাচনে শীর্ষ পদগুলোতে শিবির সমর্থিত প্রার্থীদের জয় ছাত্ররাজনীতির অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে ছাত্রশিবিরের পক্ষ থেকে দিনব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলো-

১. শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) বাস্তবায়ন।

২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।

Share Now

এই বিভাগের আরও খবর