চলে গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট কুরুনজিজা

আপডেট: June 10, 2020 |

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা মারা গেছেন। গত শনিবার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মঙ্গলবার (৯ জুন) দেশটির সরকারি এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। টুইটারে দেওয়া বিবৃতিতে বলা হয়, বুরুন্ডিয়ান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে অত্যন্ত দুঃখের বিষয়ে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অসুস্থতা বোধ করায় শনিবার প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হলেও সোমবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তাকে বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

২০০৫ সালে ক্ষমতা গ্রহণ করেন পিয়েরে কুরুনজিজার। সে ক্ষমতার মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল। গত মাসে দেশটির নির্বাচনে প্রতিপক্ষ এভারিস্তে এদায়িশিয়ামিয়ের কাছে পরাজিত হন তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর