গাভাস্কার আইপিএলের আশা দেখছেন শ্রীলঙ্কায়

আপডেট: June 14, 2020 |

অক্টোবর মাসে ভারতে আইপিএল আয়োজন করা কঠিন হবে। বরং সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা আয়োজন করার কথা ভাবা যেতে পারে। এ কথা একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে বলেছেন ভারতের সাবেক অধিনায়ক এবং জনপ্রিয় ক্রিকেটবোদ্ধা সুনীল গাভাস্কার।

গাভাস্কারের মতে, অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ কমছে। ফলে অক্টোবর মাসে নির্ধারিত সূচি মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। সম্প্রতি অস্ট্রেলীয় সরকারও ঘোষণা করেছে, ক্রীড়া প্রতিযোগিতায় ২৫ শতাংশ দর্শক আসতে পারবেন। তারপরেই গাভাস্কারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রিকেটমহল।

ভারতের সাবেক অধিনায়ক আরও বলছেন, ‍‘‍‘অস্ট্রেলীয় সরকারের সাম্প্রতিক ঘোষণা শোনার পরে মনে হচ্ছে, অক্টোবরে সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। অংশগ্রহণকারী দলগুলো সে ক্ষেত্রে হয়তো তিন সপ্তাহ আগে সেখানে যেতে পারে। দু’সপ্তাহ স্বেচ্ছাবন্দি থাকার পরে সাত দিন অনুশীলন করে খেলতে নামবে।’’

তিনি এর সঙ্গে আরও যোগ করে বলেন, ‍‘‍‘যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়, তাহলে অক্টোবরে আইপিএল আয়োজন করা কঠিন। কারণ, এটা তখনই সম্ভব যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পরে অক্টোবরে আইপিএল হওয়ার সম্ভাবনা কঠিন লাগছে।’’

গাভাস্কারের মতে, ম্যাচ কমিয়ে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করা যুক্তিযুক্ত।

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর