লাদেখে চীন-ভারত সংঘর্ষ, নিহত ৩ ভারতীয় সেনা

আপডেট: June 16, 2020 |
print news

কাশ্মীর অঞ্চলের বিরোধপূর্ণ লাদেখের সীমান্তবর্তী এলাকায় চীনা সেনাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন ভারতীয় বাহিনীর সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লাদেখে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে সোমবার রাতে। এতে ভারতের এক আর্মি অফিসার ও দুই সেনা সদস্য নিহত হয়েছে।

সেনা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোন গোলাগুলিতে নয় হাতাহাতি লড়াইয়ে ভারতীয় বাহিনীর তিন জন নিহত হন। এই সংঘাত ভারত সীমানার ভেতরে ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতকে একতরফা ভাবে কোন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চলছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর