করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল

আপডেট: June 21, 2020 |
print news

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের হিসাবে আগেই বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে উঠে এসেছে ভারত। এবার চার লাখ রোগীর ভয়াবহ মাইলফলকও পার হয়ে গেল দেশটি।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, সেখানে এ পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪১২ জন। মারা গেছেন প্রায় ১৩ হাজার।

এর আগে, শনিবার সকালে একদিনে সাড়ে ১৪ হাজার করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল মন্ত্রণালয়, যা দেশটিতে দৈনিক সংক্রমণের হিসাবে নতুন রেকর্ড। পরে, রাত হতে না হতেই এ তালিকায় যুক্ত হয় আরও পাঁচ সহস্রাধিক নাম।

শনিবার একদিনে ৩৭৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল ভারত। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৯৪৮ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচে থাকলেও সুস্থতার বিচারে বেশ এগিয়ে ভারত। ইতোমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন সেখানে। শনিবার পর্যন্ত দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১২ শতাংশ। সূত্র: এনডিটিভি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর