জয়পুরহাটে হাজার ছাড়াল করোনা রোগীর সংখ্যা

আপডেট: September 9, 2020 |
Boishakhinews 41
print news

জয়পুরহাটে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ জন।

মঙ্গলবার রাতে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলামের স্বাক্ষরিত জেলার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ১০ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ২৬৫ জনের নমুনার ফল নেগেটিভ এসেছে। ১ হাজার ৭ জনের নমুনা পজিটিভ এসেছে। বাতিল হয়ে গেছে ১৭টি নমুনা। পরীক্ষার অপেক্ষায় নমুনা আছে ৩৯৯টি।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর