যুগলের ছবি গুলোর পরিচয় জানা গেলো

আপডেট: September 21, 2020 |
1 3
print news

অবশেষে পরিচয় মিলেছে ফেসবুকে ঘুরপাক খাওয়া ছবি গুলোর।জানা গেছে,বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে রোববার সকাল থেকেই যুগলের যে ছবিগুলো ভাইরাল হয়ে পড়েছে সে ছবিগুলো শ্রীলঙ্কার।

থিকসানা ফটোগ্রাফি নামের একটি প্রফেশনাল ফটোগ্রাফি ফেসবুক পেইজে ছবিগুলো প্রকাশ করা হয় শনিবার রাতে। এরপর ক্রমশ সেগুলো ছড়াতে থাকে। ছড়াতে ওয়েব দুনিয়ার সীমানা পেরিয়ে দেশীয় হোমপেইজ দখল করে নেয়।

একটু খোঁজ নিয়ে জানা যায়, সিংহলিজ ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন, এবং বলেন এ ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়। নেট জনতার ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায়, যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে। যার ফলে শ্রীলঙ্কা থেকে দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্মের হোম পেইজ দখল করতে থাকে। ছবির যুগলের নাম যথাক্রমে নেথমি ও বুড্ডিকা। ছবিগুলো ‘পোস্ট উইডিং ফটোগ্রাফি।’ অর্থাৎ বিবাহ পরবর্তী ফটোশেসনের ছবি এসব।

 

Share Now

এই বিভাগের আরও খবর