ইরান ইস্যুতে ট্রাম্পের সুরেই কথা বললেন সৌদি বাদশাহ

আপডেট: September 24, 2020 |

জাতিসংঘের ৭৫তম অধিবেশনে ইরানের ব্যাপারে ব্যাপক সমাধান চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

বুধবার ভার্চুয়াল ভাষণে তিনি লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবিও জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই বাদশাহ সালমান দাবি করেছেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে নিজের সুবিধা বাগিয়ে নিয়েছে ইরান। এর মাধ্যমে তেহরান তার ‘আগ্রাসী কর্মকাণ্ডের মাত্রা বাড়িয়েছে, সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করেছে এবং সন্ত্রাসবাদকে ব্যবহার করেছে।
সৌদি বাদশাহর দাবি, ওই চুক্তি ‘বিশৃঙ্খলা, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা’ ছাড়া আর কিছুই সৃষ্টি করতে পারেনি।

তিনি বলেন, ইরানের ব্যাপারে ‘একটি বিস্তৃত সমাধান এবং কঠোর আন্তর্জাতিক অবস্থান’ প্রয়োজন।

আগে থেকে রেকর্ড করা ভিডিও ভাষণে সৌদি বাদশাহ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা শুরুর ব্যাপারে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিচ্ছে তার প্রশংসাও করেন।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর