ধর্ষণও এক ধরনের সন্ত্রাস, জড়িতদের অবশ্যই বিচার হবে: কাদের

আপডেট: October 6, 2020 |
print news

ধর্ষকের রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিলে বিচার বাধাগ্রস্ত হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ধর্ষণ-হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনই ন্যূনতম ছাড় দেয়নি। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে। ধর্ষণ এক ধরনের সন্ত্রাস; এর সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সম্পাদকমণ্ডলীর সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর