শ্লীলতাহানি করে ভিডিও ছড়িয়ে দেয়া মামলার আসামি কালাম গ্রেফতার

আপডেট: October 7, 2020 |
print news

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মামলার অন্যতম আসামি কালামকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার রাত ৮টার দিকে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে সে আত্মগোপনে ছিল।

তিনি আরও বলেন, কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। তাকে রাতেই বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে অভিযানে অংশ নেয়া র‌্যাব-১১ এর নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘটনাটি প্রকাশ হওয়ার পর থেকেই মামলার অন্যতম আসামী কালামকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এর কয়েকটি টিম কাজ করছিল।

গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সাহায্যে র‌্যাব জানতে পারে কালাম নোয়াখালী থেকে পালিয়ে কয়েকদিন আগেই কুমিল্লা এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। এছাড়া কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মারুকা এলাকায় বেগমগঞ্জের কিছু শ্রমিক রাজমিস্ত্রিও কাজ করছে।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর