বলিভিয়ার বিপক্ষে নেইমারের মাঠে নামা নিয়ে সন্দেহ

আপডেট: October 8, 2020 |
print news

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের  প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হচ্ছে বলিভিয়ার । বাংলাদেশ সময় শনিবার ভোরে সাও পাওলোয় ম্যাচটি গড়াবে । এ ম্যাচে ব্রাজিল তারকা নেইমারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। কাল ব্রাজিলের অনুশীলনে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন পিএসজি ফরোয়ার্ড। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বলিভিয়ার বিপক্ষে নেইমারের মাঠে নামা নিয়ে সন্দেহ আছে।

ব্রাজিলের অনুশীলনে পুরো সময় থাকতে পারেননি নেইমার। একটু আগেভাগেই অনুশীলন ছেড়ে যান তিনি। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তেরেসপলিসে অনুশীলন মাঠে সংবাদমাধ্যমকে জানান, নেইমার এর মধ্যে চিকিৎসা শুরু করলেও ম্যাচের আগে তাঁর সুস্থতা নিয়ে এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। লাসমার বলেন, ‘আজ (কাল) অনুশীলনে নেইমার পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন। তৎক্ষণাৎ তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসা শুরু হয়েছে। আমরা আজ সাও পাওলোতে যাব, সে (নেইমার) চিকিৎসাধীন থাকবে।’

ম্যাচের আগে এখনকার সময়টা নেইমারের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুস্থ হয়ে উঠতে এ সময়টা কাজে লাগাতে হবে। লাসমার সে কথাই বললেন, ‘আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, সে কতটা সুস্থ হয়ে উঠতে পারে তা নির্ভর করছে। অনুশীলনের আগে তাকে আরও একবার পরীক্ষা করা হবে। সে খেলতে পারবে কি না—এ ব্যাপারে তখন একটু পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেখানে দেখা গেছে অনুশীলনে নেইমার পিঠ ধরে বসে পড়ছেন। নেইমারকে না পেলে বড় ধাক্কাই খাবেন ব্রাজিল কোচ তিতে। চোটের কারণে এর আগে দুই নিয়মিত খেলোয়াড়কে হারিয়েছেন তিনি। গোলরক্ষক আলিসন ও স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস চোট পেয়ে মাঠের বাইরে আছেন। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্তে’ জানিয়েছে, হোটেলে ফেরার সময় হাঁটতে অস্বস্তিবোধ করছিলেন নেইমার। তবে তাঁকে খোঁড়াতে দেখা যায়নি।
নেইমার এরই মধ্যে ফিজিওথেরাপি নিতে শুরু করেছেন। এ ছাড়া ওষুধও প্রয়োগ করা হয়েছে। ব্রাজিলের স্থানীয় সময় অনুযায়ী আজ তাঁর শারীরিক অবস্থা আরও একবার চিকিৎসকেরা পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে গ্লোবো স্পোর্তে। বাছাইপর্বে পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর