ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

আপডেট: October 13, 2020 |
print news

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন । অধ্যাদেশ জারির মাধ্যমে মঙ্গলবার থেকেই এটি কার্যকর হলো।

এর আগে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এদিন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান, মঙ্গলবার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকর করা হবে।

তিনি জানান, যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর