চসিকের নির্বাচনে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী বিজয়ী

আপডেট: January 27, 2021 |

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী।

বুধবার (২৭ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত ঘোষিত ফলাফলে চার বিদ্রোহী প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে। বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন- চসিকের ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক এবং ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব।

রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করেন চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান।

কাউন্সিলর পদে চসিকের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৭টি ওয়ার্ডের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ৫ নম্বর ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন), ৬ নম্বর আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার মিয়া, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী;

১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬ নম্বর ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুল আলম মিয়া, ২০ নম্বর ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ডিউক।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর