করোনা সংক্রমণ ঠেকাতে ১০ দিন কর্মহীন থাকবে রাশিয়া

আপডেট: April 25, 2021 |
print news

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাশিয়া দশ দিন কর্মহীন থাকবে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ পরিকল্পনায় সম্মতি দিয়েছেন।

রাশিয়ার প্রধান স্যানিটারি কর্মকর্তা আন্না পপোভার সঙ্গ শুক্রবার বৈঠক করেন পুতিন। বৈঠকে আন্না প্রস্তাব দেন ১ থেকে ১০ মে পর্যন্ত দশ দিন কর্মহীন রাখার জন্য। পুতিন প্রস্তাবটি সমর্থন করেন। এই দশ দিন ছুটি থাকবে।

পপোভা জানান, রাশিয়ায় করোনা পরিস্থতি এখন স্থিতিশীল। কিন্তু বসন্তের আগমনে বাইরের কর্মকাণ্ড বাড়বে এবং মানুষের পারষ্পরিক সংস্পর্শে আসাও বেড়ে যাবে।

পুতিন বলেন, আপনি যদি মনে করেন এটি প্রয়োজনীয়। তাহলে আমরা সেটিই করব। আজ আমি সংশ্লিষ্ট ডিক্রিতে স্বাক্ষর করব।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সংগৃহীত তথ্য অনুসারে, মহামারি শুরু হওয়ার পর হতে এখন পর্যন্ত রাশিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ।

আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৯০০ জনের। তবে পশ্চিমা সমালোচকদের ধারণা রাশিয়াতে করোনায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। খবর এএফপি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর