ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা

আপডেট: April 29, 2021 |
print news

ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন নিয়ন্ত্রিত আল-বালাদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, বুধবার আল-বালাদ বিমানঘাঁটিতে ওই হামলা চালানো হয়। চ্যানেলটি জানিয়েছে, বিমান ঘাঁটিতে হামলার সময় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

প্রতিরোধকামী সংগঠনটি দাবি করেছে, আল-বালাদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে এবং নিখুঁতভাবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত করে।

সম্প্রতি কেমিকেজ নামের এই অত্যাধুনিক ড্রোন ইরাকি প্রতিরোধকামী সংগঠনটির হাতে পড়েছে। সম্ভবত সেটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য প্রথম ব্যবহার করা হলো। এই সংগঠনটি ইরাকে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধী।

এক সপ্তাহ আগে এই বিমানঘাঁটি হামলার শিকার হয়। সে হামলায় ইরাকের দুই সেনা আহত হয়েছিল তবে মার্কিন সেনাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর